মডেল টেস্ট- ০২ (প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ) Welcome to your মডেল টেস্ট- ০২ (প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ) Name Email Phone সুষম বাহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা কত? ৪ ৭ ৮ ৯ None পিতা ও পুত্রের বয়রে অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত? ৫৬ বছর, ৩৪ বছর ৬৬ বছর, ২৪ বছর ৪৬ বছর, ৩৬ বছর ৫৬ বছর, ২৪ বছর None প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ঐ শহরের লোকসংখ্যা কত ছিল? ৪০০০ ৭০০০ ১০০০০ ১৪০০০ None ৩, ৭, ১৫, ৩১, ৬৩, ................... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? ১৪০ ১৩৫ ১৩০ ১২৭ None একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ ব.মি. এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মি। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মি. হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে- ৭ মি. ৮ মি. ৯ মি. ১২ মি. None একজন পুরুষ ও একজন মহিলা পুরষ্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করে। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে? ১৫০ টাকা ২০০ টাকা ২৫০ টাকা ২৭৫ টাকা None দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ৪ : ৯ ২ : ৩ ৪ : ৫ ৫ : ৬ None কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়েগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত? 18 20 22 24 None নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? ২০০ টাকা ৩০০ টাকা ১৬০ টাকা ২২০ টাকা None ১ থেকে ২০ পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? ১৩ ১২ ১০ ৮ None সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেমি হলে এর অতিভুজের মান কত? 6 সেমি 4 সেমি 5 সেমি 7 সেমি None একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? ৪ ঘন্টা ৬ ঘন্টা ৩ ঘন্টা ২ ঘন্টা None স্রোতের প্রতির্কলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে- ৬ ঘন্টা ৮ ঘন্টা ১০ ঘন্টা ৪ ঘন্টা None SHRINE : PILGRIM :: Peak : Climber Defeat : Loser Rescue : Danger Election : Contestant None The table is ___ the middle ___ the room. at, of in, at in, of into, of None 'Who gave you this pen?' বাক্যের Passive form হচ্ছে- By whom were you got this pen? By whom were you given this pen? By whom was you given this pen? By whom has you been given this pen? None Hurry up! we have to go ___ five minutes. in on by for None 'Black sheep' -এর অর্থ হচ্ছে- A sheep of black colour Big sheep Wicked man Costly sheep None Brittle -এর সমার্থক শব্দ কোনটি? Fragile Soft Strong Hard None Aref told us that he had waited an hour. বাক্যটির direct speech হবে- Aref said to us, 'I waited an hour.' Aref said to us, 'I have been waiting an hour.' Aref said to us, 'I had to wait an hour.' Aref said to us, 'I have waited an hour.' None He told us all about the battle. এখানে about শব্দটি- Pronoun Adjective Adverb Preposition None Vertical শব্দটি Synonym হচ্ছে- Horizontal Inclined Erect Prone None Act শব্দটি Verb কোনটি? Action Enact Acted Actress None নিচের কোন বাক্যটি শুব্ধ? Walking in the garden, a snake bite him Grammar is the better servant than a master It has been raining for three days He gave the examination None On the eve of phrase টির অর্থ হচ্ছে- Just after Just before Beautiful even Dark evening None He said, 'The train reached at nine.' -বাক্যটির indirect speech He said that the train has reached at nine He said that the train had reached at nine He said that the train reaches at nine He said that the train have reached at nine None He is involved ____ difficulties. with at in upon None The decision rests ___ you. with on in to None কোনটি বাক্যটি শুদ্ধ? Inform the accident to him. He succeed for winning the prize. I could not do justice to him. I sold my furnitures. None Give the orders. এ বাক্যের Passive Voice হচ্ছে- Orders in to be given Let the orders be given Orders will be given Orders may be given None Which is the correct spelling? Superceed Superseed Supercede Supersede None Lutfa goes on helping everyone without saving anything for the rainy day. Here the rainy day indicates- a day with rains a day with cold weather a day with hot weather a difficult day None He has gone to dogs -এর সঠিক অনুবাদ কোনটি? সে কুকুরের কাছে গেছে সে কুকুর খুব ভালোবাসে সে গোল্লায় গেছে সে কুকুর পোষে None যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- আয়ন বায়ু মৌসুমী বায়ু প্রত্যায়ন বায়ু নিয়ত বায়ু None ’জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় কবে? ১ মার্চ ২০২২ ২ মার্চ ২০২২ ৩ মার্চ ২০২২ ৭ মার্চ ২০২২ None সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র- ফ্যাদোমিটার সেক্সট্যান্ট ক্রনোমিটার ট্যাকোমিটার None এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? থাইল্যান্ড ও সিঙ্গাপুরে জাপান ও ভারতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নেপাল ও বাংলাদেশ None আলট্রাসোনিক তরঙ্গ কী? শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে কম কম্পাঙ্কের তরঙ্গ শূন্য মাধ্যমে গঠিত তরঙ্গ শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ কোনটিই নয় None বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? রংপুর দিনাজপুর নীলফামারী ঠাকুরগাঁও None সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে? ৫৪ শতাংশ ৫৮ শতাংশ ৬২ শতাংশ ৬৬ শতাংশ None পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী নাম কী? এ কে ফজলুল হক মৌধুরী খালেকুজ্জামান মুহাম্মদ আলী ইস্কান্দার মীর্জা None ২০২৩ সালে ৮ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দল? ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইগার্স চট্টগ্রাম চালেঞ্জার্স None ’৭২-এর সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়েছিল? চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম None অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মেয়াদকাল- ২০২০-২০২৫ ২০২১-২০২৫ ২০২২-২০২৬ ২০২০-২০২৪ None ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ৮-২০ নভেম্বর ২০২২ ৬-১৮ নভেম্বর ২০২২ ১০-২২ নভেম্বর ২০২২ ১২-২৪ নভেম্বর ২০২২ None কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ডিউই মন্টেসরী ফ্রোয়েবল পেস্তালৎসী None কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে- ROM RAM অপারেটিং সিস্টেম হার্ডওয়ার None কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে? পাস্টিক সিলিকন অ্যালুমিনিয়াম কোনটিই নয় None কত সালে সার্ক গঠিত হয়? ১৯৮০ সালে ১৯৮২ সালে ৯৮৪ সালে ১৯৮৫ সালে None স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? ইউনেস্কো অছি পরিষদ ইউএনডিপি নিরাপত্তা পরিষদ None মানবদেহে প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণ হয় কবে? ১৯৬০ সালে ১৯৭০ সালে ২০১০ সালে ২০২০ সালে None কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? ১৮৭৫ ১৮৭৬ ১৮৭৭ ১৮৭৮ None ’বিশ্ব মানবাধিকার দিবস’ কবে পালিত হয়? ১০ ডিসেম্বর ১১ ডিসেম্বর ১২ ডিসেম্বর ১৩ ডিসেম্বর None কোনটি শুদ্ধ বানান? উর্মি উর্মী ঊর্মি ঊর্মী None ’আমি বই পড়ি’ বাক্যে ন্মিরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য অধিকরণে দ্বিতীয়া কর্মে প্রথমা অপাদানে পঞ্চমী None ’কিরণ’ এর সমার্থক শব্দ নয়- রবি রশ্মি প্রভা কর None ’দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দম্ + শন দম + সন দম + ষন দঙ + শন None ’প্রসন্ন’- এর বিপরীতার্থক শব্দ কী? দুঃখ বিষন্ন কষ্ট অপ্রসন্ন None কোনটি ’অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ? ঘরে-বাইরে ঘর-বাড়ি ভাই-বোন আমরা None ’হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা কে? জসীউদদীন জহির রায়হান সেলিম আল-দীন মানিক বন্দ্যোপাধ্যায় None ’যদি তার নাই চিনি গো, সে কী আমায় নেবে চিনে।’ -এর কোন ধরনের বাক্য? সরল জটিল যৌগিক সাধারণ None ’মাধ্যমিক’ -এর প্রকৃতি-প্রত্যয় কোনটি? মাধ্য + ষ্ণিক মধ্যম + ষ্ণিক মাধ্য + মিক মাধ্যমিক + অ None ’হে দারিদ্র্য তুমি মোর করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান, কণ্টক মুকুট শোভা’- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কায়কোবাদ কামিনী রায় None ’কানাকানি’ কোন সমাস? তৎপুরুষ বহুব্রীহি অব্যয়ীভাব দ্বন্দ্ব None ’আমি’ শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ ক্লীব লিঙ্গ None কোনটি ‘গুপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ? প্রকাশ উন্মীলিতা অব্যক্ত ব্যক্ত None ’অক্ষির সমীপে’ -এর সংক্ষেপণ হলো- সমক্ষ নিরপেক্ষ প্রত্যক্ষ পরোক্ষ None তৎসম শব্দ কোনটি? বৈষ্ণব নক্ষত্র চামার ইমান None দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলে? বিষমীভবন অসমীকরণ অপিনিহিতি অন্তর্হতি None ’পদ্মা মেঘনা যমুনা’ -উপন্যাসটি কে রচনা করেছেন? মানিক বন্দোপাধ্যায় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় জহির রায়হান আবু জাফর শামসুদ্দিন None নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়েছে? কল্যাণ তৃণ মরণ কৃপণ None কোনটি শুদ্ধ বানান? ঈন্দ্রীয় ঈন্দ্রিয় ইন্দ্রিয় ইন্দ্রীয় None ’চিলেকোঠার সেপাই’ উপন্যাসের রচয়িতা কে? আবুল ফজল আনোয়ার পাশা আখতারুজ্জামান ইলিয়াস জহির রায়হান None [katex]x \frac{1}{x} [/katex] হলে [katex] x^{4} \frac{1}{ x^{4} } [/katex] = কত? 47 51 27 49 None কোন ভন্নাংশটি [katex]\frac{১}{২}[/katex] থেকে বড়? \frac{৩৩}{৫৫} \frac{৮}{১১} \frac{৩}{৫} \frac{১৩}{২৭} None [katex]\frac{2p-1}{3}+ 1 \frac{p-1}{10} [/katex] সমীকরণে p -এর মান কত? -\frac{1}{3} 3 -3 \frac{2}{3} None রহিম একটি কাজ ৫ দিনে এবং করিম তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে? \frac{১}{১৫} \frac{৩}{১০} \frac{২}{১৫} \frac{১}{১০} None ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ? \frac{১}{১০০০} \frac{১}{১০০০০০০০} \frac{১}{১০০০০০} \frac{১}{১০০০০} None [katex]x \frac{1}{x} = \sqrt{3}[/katex] হলে [katex] x^{3} \frac{1}{ x^{3} } [/katex] = কত? 3 9 27 0 None p সংখ্যক সংখ্যার গড় m এবং q সংখ্যক সংখ্যার গড় n। সবগুলো সংখ্যার গড় কত? \frac{p - q}{2} \frac{m - n}{2} \frac{pm - qn}{p + q} \frac{pm - qn}{m + n} None ’বিজু’ উৎসব উদযাপন করে- গারোরা সাঁওতোলরা চাকমারা মারমারা None আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ কোনটি? সৌদি আরব ইরাক কাতার মিশর None ax2 + bx + c = 0. \begin{array}{l}\int _{ }^{ }▒x^ndx=x^(n+1)/(n+1)+c\oint B\cdot ds=\mu _0\varepsilon _0\frac{\partial \Phi _E}{\partial t}+\mu _0I\end{array} None He told us all about the battle. এখানে about শব্দটি- Pronoun Adjective Adverb Preposition None জলীয়বাষ্পের সৃষ্টি হয় কীসের দ্বারা? ঘনীভবন দ্বারা ধূলিকণা দ্বারা শিশিরাঙ্ক দ্বারা বাষ্পীভবন দ্বারা None বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারন ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? ২৭ ৪৯ ৫২ ১০২ None কোন বানানটি অশুদ্ধ? অপরাহ্ণ পূর্বাহ্ণ মধ্যাহ্ণ সায়াহ্ণ None CPU-এর পূর্ণরূপ কি? Central Power Unit Central Processing Unit Central Purchase Unit None of these None বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম? ট্রপোমন্ডল স্ট্রাটোমন্ডল মেসোমন্ডল তাপমন্ডল None বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম কী? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ও অধিকার মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় None ভারতের প্রধানমন্তীর নাম কি? মোদী মমতা মুখার্জী প্রণব None বিচার বিভাগের যোগ্য ও নির্দলীয় বিচার নিয়োগ কোনটি নির্দেশ করে? বিচার বিভাগের সুশাসন মূল্যবোধের প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা কও গ উভয়ই None কোন বানানটি শুদ্ধ? আদ্যোক্ষর আদ্যাক্ষর আদ্যখর আদ্যক্ষর None ’কুঞ্জর’ শব্দের সমার্থক শব্দ কোনটি? গজ সাপ ভুজ চাঁদ None ফারাহ আইদিদ কোন দেশের নেতা ছিলেন? উগান্ডা সোমালিয়া ইথিওপিয়া সেনেগাল None Time's upTime is Up! Related Please Share This Share this content Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Opens in a new window Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment. Δ