1. প্রাত্যহিকতায় আমাদের মনে সারাক্ষণ যে রং দোলা দেয় তা হলো-
2. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি চরিত্রের উপস্থিতি রয়েছে?
3. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের কুঁড়ির গন্ধের কথা বলা হয়েছে?
4. ’লালসালু’ উপন্যাসে ‘নিরাক পড়া’ অর্থে কী বোঝানো হয়েছে?
5. ’সেই অস্ত্র’ কবিতাটি কোন ধরনের রচনা?
6. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয়?
7. ’বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের লেখক কে?
8. কাজী নজরুল ইসলাম গ্রামের বক্তবে কত বছর শিক্ষকতা করেন?
9. সুফিয়া কামালের উপাধি নিচের কোনটি?
10. ’সেই অস্ত্র’ কবিতায় ‘অমোঘ অস্ত্র’ কাকে বোঝানো হয়েছে?
11. ’সাবভার্সিভ অ্যাকটিভিটিজের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভড’ উক্তিটি কার
12. কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত-পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিত?
13. ’যুরোপ যাত্রীর ডায়েরী’ কার লেখা ভ্রমণকাহিনি?
14. নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন?
15. ’সেই ফুল আমাদেরই প্রাণ’- ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ফুল বলতে কী বোঝানো হয়েছে?
16. ”সঞ্চয়িতা” গ্রন্থের রচয়িতা কে?
17. ’ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় মোট কয়টি চরণ আছে?
18. ’তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কার লেখা?
19. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?
20. কোন দুটি বই একই আঙ্গিকের রচনা?
21. ’ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে’ মার্টিন কথাটি কেন বলেছে?
22. ’লালসালু’ উপন্যাসে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল?
23. ’তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়?’ এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে?
24. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী জন্য ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন?
25. ’সেই অস্ত্র’ কবিতায় গঠনগত বিশেষত্ব হলো কবিতাটি-
26. যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিছু হটে কোথায় আশ্রয় নিয়েছিল? নিয়েছিল?
27. ’রেইনকোট’ গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দযুগল কোনটি?
28. কোন কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তিজীবনের ছায়াপাত ঘটেছে?
29. নারায়ণগঞ্জে কার বাড়িতে ঢুকে সরকারি লোকেরা ভীষণ মারপিট করেছিল?
30. ’বল’ নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লোইসেলকে কেমন মনে হয়?
31. ’তোমার দাড়ি কই মিঞা?’ উক্তিটি কার?
32. প্রৌঢ়া ঘসেটি বেগম কেমন সাজে সজ্জিত ছিলেন?
33. কী কারণে মসিঁয়ে লোইসেল মনে মনে দুঃখ পায়?
34. কে যুদ্ধ বন্ধ করতে চাননি?
35. ’বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’ ‘লালসালু’ উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এ মন্তব্যের তাৎপর্য-
36. ’কিন্তু আমরা তাঁর কথা বুঝলাম না’ ‘আমার পথ’ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে?
37. ’যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী-লাগি কান পেতে আছি’ এখানে কোন শ্রেণির কবিদের বৈশিষ্ট্য নির্দেশ করে?
38. ’দেউল’ শব্দের সমার্থক হিসেবে গ্রহনযোগ্য-
39. মেয়ের ঘুম ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল?
40. মেয়েটি কী কারণে আয়নার সামনে গিয়ে চাদরখানা খোলে?
41. ’মিসক্রিয়ান্ট’ অর্থ দুষ্কৃতিকারী কী অর্থে ব্যবহৃত হয়েছে?
42. ’ঐকতার’ কবিতায় কবি চাষি, জেলে, তাঁতিদের মাধ্যমে কোন বিষয়টি ইঙ্গিত করেছেন?
43. সিরাউদ্দৌলার বিরোধী পক্ষ শওকতজঙ্গকে নবাব করতে চেয়েছিলেন কেন?
44. ’আমার পথ’ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে?
45. অক্ষর উৎসাহ বলতে বোঝায়?
46. কোন বিদেশি কবি “গীতাঞ্জলি” কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা রচনা করেছিলেন?
47. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় শূতকে ‘মাঘের সন্ন্যাসী’ বলার কারণ?
48. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিক শেষ কাব্যগ্রন্থ-
49. ’আমার কর্ণধার আমি। আমায় পথ দেখাবে-’ কে পথ দেখাবে?
50. সকাল সন্ধ্যায় বলতে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কবি কী বুঝিয়েছেন?
51. ’সেই অস্ত্র’ কবিতায় প্রথম চরণ কোনটি?
52. কবি কেন ব্রাত্য মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারেননি?
53. ১৯৫২ সালে বাঙালি ১৪৪ ধারা ভঙ্গ করেছিল কেন?
54. গোলার আঘাতে কোম্পানির ফৌজ পিছু হটতে শুরু করলে কে যুদ্ধ বন্ধের ঘোষণা দেন?
55. ’পথে ফোটে তাজা ফুল’ চরণটির তাৎপর্য কী?
56. রবীন্দ্রনাথের নাটক কোনটি?
57. ”জীবনস্মৃতি” কার আত্মজীবনী?
58. ইংরেজদের বানিজ্য অধিকার প্রত্যাহারের কারণ কী ছিল?
59. ”সে যে আমার চিরজীবনের ধুয়া হইয়া রহিল।” এ বাক্যে “সে” কে?
60. কনভেন্ট-এর বান্ধবীর সঙ্গে দেখা করে এসে মাদার লোইসেল সারাদিন কাঁদত কেন?
61. ’তাহারেই পড়ে মনে’ এখানে ’তাহারে’ কোন ধরেনর পদ?
62. ’অমন করে হাঁটতে নাই’ কে বলে?
63. মিন্টু দেশের ভেতরে ফিরে এসে কী করে?
64. ’বায়ান্নর দিনগুলো’ রচনায় শেখ মুজিবুর রহমানের ক’জন সন্তানের নাম উল্লেখ আছে?
65. ’বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে’ এখানে কার কথা বলা হয়েছে?
66. ’কুহিল সে কাছে সরে আসি’ পরের পঙক্তি কোনটি?
67. ২১ ফেব্রুয়ারি মানুষ আন্দোলন করেছিল কেন?
68. গী দ্য মোপাসাঁর কোন দিকটির তুলনা বিশ্বসাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতর হয়েছে?
69. বারুদ অকেজো হয়ে পড়েছিল কেন?
70. মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে-
71. কোন গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত নয়?
72. খামটি হাতে পেয়ে মাদাম লোইসেল কী হবে বলে মসিঁয়ে লোইসল আশা করেছিল?
73. কাজী নজরুল ইসলাম কত সালে ‘পদ্মভূষণ’ উপাধি লাভ করেন?
74. ট্রয় নগরী বর্তমানে কোথায় অবস্থিত?
75. পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিল কেন?
76. মজিদ কার চোখে ভয় দেখেছে?
77. ’সাম্যবাদী’ কবিতায় হযরত মুহম্মদ (স.) কে কী বলে সম্বোধন করা হয়েছে?
78. কবি রবীন্দ্রনাথ কোন শ্রেণির কবিতে আহবান করছেন?
79. কবি নিজের দীনতার কথা বলেছেন কেন?
80. ’সাম্যবাদী’ কবিতায় মোট কয়টি ধর্মগ্রন্থের উল্লেখ আছে?
81. গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে পোশাকে?
82. সকল দেবতার বিশ্ব দেউল কোনটি?
83. জেরুজালেম কোন ধর্মের নিকট সম্মানিত পুণ্যস্থান?
84. ’আমার পথ’ প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
85. ”অপরিচিতা” কোন গ্রন্থের অন্তর্গত?
86. মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে কী সঞ্চারিত হয়?
87. মন্ত্রিসভার সব সদস্যের সাথে লোইসেলের কী নৃত্য করতে ইচ্ছে করছিল?
88. ’সকল অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়।’-
89. শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমদকে মুক্তি দেওয়া হয়?
90. ’কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে।’ এখানে কী প্রকাশ পায়?
91. কাজী নজরুল ইসলাম কীসের পূজারি?
92. রবীন্দ্রনাথ কোন আঙ্গিকে সাহিত্য রচনা করেননি?
93. ’সাম্যবাদী’ কবিতায় মহা-বেদনার ডাক শুনে কার রাজ্য ত্যাগ করার কথা বলা হয়েছে?
94. ’সেই অস্ত্র’ কবিতার প্রতিপাদ্য হলো-
95. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
96. কবি রবীন্দ্রনাথ কোন শ্রেণির কবিকে আহবান করেছেন?
97. ’কৃষাণের জীবনের শরিক যে জন’ দ্বারা কোন অর্থ প্রকাশ পায়?
98. দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
99. ’টু শব্দটির না করা’ বাগধারাটির অর্থ কী?
100. আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও। ‘সেই অস্ত্র’ বলতে কী বোঝানো হয়েছে?