1. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে ?
2. এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কী বলে ?
3. ফিরে ফিরে চায়। ‘ফিরে ফিরে‘ দ্বিরুক্তি হলো-
4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
5. কার অনুপ্রেরণায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়?
6. ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে, তাকে কী বলে ?
7. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি ?
8. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কী?
9. নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ?
10. নিচের কোন শব্দটি ‘উয়া‘ প্রত্যায় যোগে গঠিত ?
11. নিচের কোনটি ক্রিয়া বিভক্তির উদাহরণ ?
12. কবি কী ভরা-ডুবি করেন ?
13. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ ?
14. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পঙক্তিতে কী বোঝানো হয়েছে ?
16. কবি মহা-প্রবলয়ের কী হতে চেয়েছেন ?
17. অনিষ্টকারী কবির বুকে কী বেঁধেছে ?
18. ‘প্রতিদান‘ কবিতায় কবি অনিষ্টকারীকে কী দিয়েছেন ?
19. নিচের কোনটি কৃদন্ত শব্দ ?
20. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
21. কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ ?
22. কবিতার কেমন ফুলের উল্লেখ রয়েছে ?
23. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে ?
24. ‘সন্ধি‘ বাক্যরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
25. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
26. ‘নিরাকরণ‘ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ?
27. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি নয় ?
28. কোনটি জসীমউদ্দীনের নাটক ?
29. কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত ?
30. উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয় ?
31. মেয়েদের শিক্ষার ব্যাপারে রোকেয়ার বাবা কেমন ছিলেন?
32. কোন কাব্যটি পল্লিকবি জসীমউদ্দীন রচিত ?
33. নিচের কোনটি ণিজন্ত ধাতু ?
34. কোনটি উপসর্গযুক্ত শব্দ নয় ?
35. সংস্কৃত উপসর্গের উদাহরণ-
36. . শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?
37. ‘দুর্নীতির কারণ অনুসন্ধ্যান।‘ বাক্যটিতে উপসর্গ আছে ?
38. একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি ?
39. ‘প্রতিদান কবিতায় কবি কাটাঁ পেয়ে কী দান করেছেন ?
41. নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু ?
42. কোনটি দ্বিরুক্ত শব্দের উদাহরণ ?
43. রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী?
44. নিচের কোনটি নিপাতনে সন্ধি সন্ধির উদাহরণ ?
45. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী?
46. নিচের কোনটি প্রত্যয় শব্দ ?
48. কোনটি তৎসম উপসর্গ নয় ?
49. রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের সাহচর্যে ইংরেজি ভাষা শেখেন?
50. ‘পাতিহাঁস শব্দটিতে ‘পাতি‘ উপসগটি কী অর্থ বোঝায় ?