1. চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
2. বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে জাত ?
3. মৈমনসিংহ গীতিকায় ‘মহুয়া‘ পালার রচয়িতা-
4. কাকে দেখলে অনড়বপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে?
5. কেরি সাহেবের মুন্সি কে ছিলেন ?
6. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
7. বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী ?
8. নিকুম্ভিলা যজ্ঞাগারে পশিল কে?
9. কোনটি স্পৃষ্ট ব্যঞ্জণ ?
10. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন?
11. ‘বাগধারা‘ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
12. বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কতটি?
13. ভাষার মৌলিক উপাদান কোনটি ?
14. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
15. শিক্ষা ও সাহিত্য পরস্পর-
16. ‘মুসলিম সাহিত্য-সমাজ‘ কী ধরনের সংগঠন ছিল ?
17. রামপ্রসাদ সেনের খ্যাতির কারণ কী ?
18. নিচের কোনটি সাধু রীতির শব্দ ?
19. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কোথা থেকে ?
20. মানুষের উচ্চারিত ধ্বনিসমষ্টিকে বলা হয় -
21. রক্ষঃপুরে কে প্রবেশ করলেন ?
22. ডা. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, কোন শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে ?
23. নিচের কোন জন চর্যাপদের কবি ?
24. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?
25. আত্মভাবপ্রধান কবিতা হলো-
26. লক্ষ্মণ কোথায় প্রবেশ করলেন?
27. মধ্যযুগের বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়ের কাব্যগ্রন্থ কোনটি ?
28. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
29. কোনটি বাংলা ভাষার মৌলিক শব্দ ?
30. এর মধ্যে কোন প্রকার গান কেবল বর্ষকালে পরিবেশিত হয় ?
31. অনুপম কার হাতে মানুষ?
32. ‘উহা‘ কোন রীতির শব্দ ?
33. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি ?
34. কে মহাভারত বাংলায় অনুবাদ করেন ?
35. ভাষার মূল উপাদান কোনটি ?
36. কত খ্রিষ্টাব্দে ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়?
37. পশুপাখির কাহিনি অবলম্বনে রচিত লোকসাহিত্যকে বলে-
39. অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?
40. ঈশ্বরচন্দ্র বিদ্যাসগার কত সালে ফোর্ট কলেজের বাংলা বিভাগে হেডপগিুত হিসেবে যোগদান করেন ?
41. বাংলা সাহিত্যে ‘মহাভারত‘ মহাকাব্যের রচয়িতা কে ?
42. ‘নকশী কাঁথার মাঠ‘ কী ?
43. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় ?
44. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিষ্টাব্দে?
45. কেরি সাহেবের কে ছিলেন ?
46. বাংলা ব্যাকরণ কত বৎসরের পুরাতন ?
47. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?
48. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
49. নিচের কোন কবিতাটি জসীমউদ্দীনের লেখা ?