1. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
2. বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন-
3. কোনো কারনে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
4. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?
5. সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন?
6. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?
7. রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম কোর্টকে সহায়তা করতে বাধ্য-
8. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
9. বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে?
10. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?
11. বাংলাদেশের সংবিধানের কত ধারায আইনের সংজ্ঞা দেওয়া আছে?
12. সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান কে
13. কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়?
14. Which part of Bangladesh Constitution deals with the issue of 'Appointment of Judges'?
15. Who appoint the Chief Justice of Supreme Court of Bangladesh?
16. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
17. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
18. নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
19. পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের সংখ্যা মোট-
20. জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত?
21. বাংলাদেশের সংবিধান ক’টি ভাষায় রচিত?
22. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান-
23. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করেন কে?
24. বাংলাদেশের সুপ্রীম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন কে?
25. সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স-
26. বাংলাদেশের সুপ্রীম কোর্ট ........... নিয়ে গঠিত?
27. বাংলাদেশে মন্ত্রীপরিষদকে শপথ পাঠ করান-
28. বাংলাদেশের সুপ্রীম কোর্টের ডিভিশন (বিভাগ) কয়টি?
29. সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে?
30. বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত?
31. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার-
32. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনার উল্লেখ আছে?
33. Which of the following remains suspended when the emergency provisione are declare in Bangladesh?
34. সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনা প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারী করতে পারবে?
35. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
36. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ দেন?
37. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি হলো-
38. ’কোর্ট অব রেকর্ড’ কোন কোর্টকে বলা হয়?
39. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সমীমা সর্বোচ্চ কত?
40. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা হয়েছে?
41. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
42. ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হলো-
43. Which is the following is a constitutional organization of Bangladesh?
44. বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগদান করেন-
45. বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
46. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করা যেতে পারে?
47. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে?
48. জনস্বার্থ রিট মামলার আবেদন কোথায় করা হয়?
49. বাংলাদেশের সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
50. সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন?