আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো Esonic Monitor ও STAREX Monitor নিয়ে
৫ থেকে ১০ হাজারের মধ্যে ভালো মনিটর:
বর্তমানে আমার সকলেই কম বেশি প্রফেশনাল বা বাসা বাড়ির জন্য মনিটর ক্রয় করে থাকি। হয়তো ডেক্সটপট কম্পিউটারের জন্য অনেকেই কম বাজেটের মধ্যে মনিটর ক্রয় করতে চাই। কিন্তু কোন কম্পানির বা কেমন ধরনের মনিটর নিলে ভালো হয় তা সহজে বুঝতে পারছেন না। তাই আমি আজকে কথা বলব ৫ থেকে ১০ হাজারের মধ্যে কোন কম্পানির কোন ধরনের মনিটর নিলে আপনি আপনার কাজ করতে পারবেন। এবং কোথায় থেকে এই ধরণের মনিটর নিতে পারবেন।
তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ:
কাজের ধরণের উপর মনিটর নিবার্চন: শুরুতেই বলে রাখি আপনি আপনার কাজের ধরণের উপর নির্ভর করে আপনি আপনার জন্য মনিটর নির্বাচন করবেন। যেমন ধরেন আপনি শুধু মাত্র বাসায় সাধারন কম্পিউটারের জন্য একটি মনিটর নিবেন। আসলে বাজারে তো অনেক ছোট বড় মনিটর আছে এর মধ্য আমি সাধারণ কাজের জন্য (যেমন ধরেন বাসায় বসে টাইপিং শিখবেন) আসলে এর জন্য আপনি কখনোই বেশি বাজেরটের মনিটর নেওয়ার প্রয়োজন নেই। এর জন্য আপনি প্রথমত ১৭” একটি LED মনিটর নির্বাচন করতে পারেন। যা ৫ থেকে ১০ হাজারের মধ্যেই।
আবার মনে করেন আপনি টাইপিং এর পাশাপাশি মুভি দেখা আবার কিছুটা ডিজাইনের কাজে মনিটর নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনাকে ১৮.৫ ইঞ্জি মনিটর নিতে হবে। আবার যদি আপনি প্রফেশনাল ডিজাইনার বা প্রফেশনাল যেকোনো কাজের জন্য মনিটন ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই ১৮.৫ ইঞ্জি এর নিচে মনিটর নেওয়া যাবে না (যদি নিয়ে থাকেন তাহলে কিছুটা সমস্যায় পড়বেন)।
Esonic Monitor: বর্তমানে ইসোনিক মনিটরের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে । যখন থেকে বাজারে DELL, SAMSUNG, HP, LG ইত্যাদি কম্পনির মনিটরের মূল্য বৃদ্ধি হতে শুরু করেছে ঠিক তখন থেকেই Esonic মনিটরের চাহিদা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তবে শুধু ইসোনিকের চাহিদা বৃদ্ধি পেয়েছে তা বলা যাবে না এর পাশাপাশি আর অনেক ব্যান্ড এর মনিটরের চাহিদা বৃদ্ধি পয়েছে।
আপনি কখন Esonic Monitor চয়েজ করবেন: আপনি যখন নন প্রফেশনাল কাজ করবেন ঠিক তখন আপনি কম বাজেরের মধ্যে Esonic এর ১৭ ইঞ্জি মনিটরটি বাজের থেকে ক্রয় করতে পারেন যার Display Resolution: 1280×1024 (W x H) SXGA । বর্তমান বাজারে আপনি Esonic এর মনিটর টি ৩৬০০/- থেকে ৪০০০/- এর মধ্যে পাবেন।
যদি আপনার বাজের আরো বেশি থাকে বা কিছুটা কালার ফুল নিবেন তাহলে Esonic এর ১৮.৫ ইঞ্জি মনিটরটি ক্রয় করতে পারেন যার Display Resolution: 1366×768 (W x H) HD। এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য ৪৮০০/- থেকে ৫৬০০/- এর মধ্যে।
এর থেকে আপনার বাজেট বেশি এবং মোটামুটি আপনি ধরে নিয়েছেন যে প্রফেশনালের মধ্যে নিবেন তাহলে আপনি Panel Type এর Anti-Glare Type, Hard-Coating (3H) সহ নিতে পারেন। যা আপনাকে আপনার ডিজাইন ও কালার কোয়ালিটি অনেক ভালো দিবে। তবে এই মনিটর টি ২১.৫ ইঞ্জি যা আমরা ২২ ইঞ্জি নামে পরিচিত। বর্তমানে এই মনিটিরটির বাজার মূল্য ৭,০০০/- থেকে ৭,৮০০/- এর মধ্যে পাবেন।
STAREX Monitor: বর্তমানে STAREX মনিটরের জনপ্রিয়তা Esonic মনিটরের মতই অনেক বৃদ্ধি পেয়েছে । যখন থেকে বাজারে DELL, SAMSUNG, HP, LG ইত্যাদি কম্পনির মনিটরের মূল্য বৃদ্ধি হতে শুরু করেছে ঠিক তখন থেকেই STAREX মনিটরের চাহিদা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তবে শুধু STAREX এর চাহিদা বৃদ্ধি পেয়েছে তা বলা যাবে না এর পাশাপাশি আর অনেক ব্যান্ড এর মনিটরের চাহিদা বৃদ্ধি পয়েছে।
আপনি কখন STAREX Monitor চয়েজ করবেন: আপনি যখন নন প্রফেশনাল কাজ করবেন ঠিক তখন আপনি কম বাজেরের মধ্যে STAREX এর ১৭ ইঞ্জি মনিটরটি বাজের থেকে ক্রয় করতে পারেন যার Display Resolution: 1280×1024 (W x H) । বর্তমান বাজারে আপনি STAREX এর মনিটর টি ৩৬০০/- থেকে ৪০০০/- এর মধ্যে পাবেন।
যদি আপনার বাজের আরো বেশি থাকে বা কিছুটা কালার ফুল নিবেন তাহলে STAREX এর ১৮.৫ ইঞ্জি মনিটরটি ক্রয় করতে পারেন যার Display Resolution: 1366×768 (W x H) HD। এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য ৪৮০০/- থেকে ৫৬০০/- এর মধ্যে।
এর থেকে আপনার বাজেট বেশি এবং মোটামুটি আপনি ধরে নিয়েছেন যে প্রফেশনালের মধ্যে নিবেন তাহলে আপনি Panel Type এর Anti-Glare Type, Hard-Coating (3H) সহ নিতে পারেন। যা আপনাকে আপনার ডিজাইন ও কালার কোয়ালিটি অনেক ভালো দিবে। তবে এই মনিটর টি ২১.৫ ইঞ্জি যা আমরা ২২ ইঞ্জি নামে পরিচিত। বর্তমানে এই মনিটিরটির বাজার মূল্য ৭,০০০/- থেকে ৭,৮০০/- এর মধ্যে পাবেন।
তবে হ্যা আপনি যদি কম্পিউটারের সাথে মনিটির চালাইতে চান তাহলে কখনই আপনি ২২ ইঞ্জি মনিটরের উপরে নিবেন না তবে যদি মুভি দেখার জন্য নিতে চান তাহলে উপরে নিতে পারেন।
আর যেকোন ধরনের মনিটর ক্রয় করতে যোগাযোগ করুন CleansBuy Computer City তে।
আরো তথ্য জানতে TimetoEdu এর সাথেই থাকুন।