এতো দ্বারা সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, “সরদহ সরকারি কলেজ” এ আগামী ২৬/০৯/২০২৩ তারিখ থেকে ০৫/১০/২০২৩ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে। কলেজের ভর্তির সকল কার্যক্রম অনলাইন এর মাধ্যমে। রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট প্রদান করে অনলাইনে (https://sardahcollege.edu.bd/) আবেদন ফরম পুরন করতে হবে।
নিচে ভর্তি ফি দেওয়া হলো:
বিজ্ঞান বিভোগ | ২৮৫০/- (রকেট অ্যাকাউন্ট) |
মানবিক ও বানিজ্য বিভাগ | ২৫৫০/- (রকেট অ্যাকাউন্ট) |
ফরম | ১৫০/- (১১৩ নং রুম থেকে গ্রহণ করতে হবে) |
ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল পেইজে অথবা সরাসরি অফিসে।
“সরদহ সরকারি কলেজ” সরদহ ইউনিয়নের চারঘাট উপজেলার রাজশাহীতে অবস্থিত। যার EIIN : 126582. Phone : 0722356027. Email: sardahcollege1972@gmail.com
যেসকল শিক্ষার্থীরা এবার অর্থাৎ ২০২৩ সালে এসএসসি পাশ করেছেন এবং http://xiclassadmission.gov.bd/ ভর্তির জন্য আবেদন করেছেন তাদের মধ্যে যেসকল শিক্ষার্থী “সরদহ সরকারি কলেজ” কলেজে ভর্তি হতে চান তাদের জন্য সুখবর।
http://xiclassadmission.gov.bd HSC 1st শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৬/০৯/২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ০৫/১০/২০২৩ ইং রোজ বৃহ:বার পর্যন্ত।
সরকারি সকল নির্দেশনা মোতাবেক ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
আপনাদের যেকোন সমস্যার জন্য সরাসরি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।