বাংলাদেশ ক্রীয়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৩
বাংলাদেশ ক্রীয়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৩ (BKSP job circular 2023): বাংলাদেশ ক্রীয়া শিক্ষা খাতের উন্নতি ও প্রসারের দিক বিবেচনা করে বাংলাদেশ ক্রীয়া শিক্ষা মন্ত্রণালয় (বিকেএসপি) উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমাদের মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ আছে যারা দেশের শিক্ষা খাতকে আরও করতে এই খাতের সাথে যুক্ত হতে চাই। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সেই আশা পূরণ হতে পারে। উক্ত পদে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। তাই যারা এই সুযোগ কে কাজে লাগাতে চাই তারা যেন আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ডাকযোগের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে। উক্ত পদে চাকুরি ইচ্ছুক প্রাথীদের আবেদনের সুবিধার জন্য আবেদন করতে যে সকল প্রয়োজনীয় তথ্য নিচে উল্লেখ করা হয়েছে।
আবেদনের শর্তবলি
১.বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রাথীকে সাদা কাগজে নিজ হাতে লিখিত অথবা কম্পিউটার কম্পোজকৃত দরখাস্ত আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে শুধুমাত্র ডাকযোগে অথবা সরাসরি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান আফিস এ পেীঁছাতে হবে। নিদিষ্ট তারিখের মধ্যে পেীঁছাতে না পারিলে দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।
২.অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত আছে এমন কোনো ব্যক্তি আবেদন করতে চাইলে তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হবে।
৩.চাকুরিরত প্রার্থীরা সকল বিষয় জেনে যথাযথ কর্তপক্ষের সাথে যোগাযোগ করে আবেদন করবে।
৪.২৭ জুন ২০২৩ তারিখ অনুসারে প্রার্থীকে তার আবেদন পত্রে বয়স উল্লেখ করতে হবে।
৫.খামের উপর প্রার্থী তার আবেদনের পদের নাম উল্লেখ করবে।
৬. আবেদনের জন্য দরখাস্তে স্পষ্ট অক্ষরে ক. নিজের নাম খ. পিতার নাম গ. মাতার নাম ঘ. স্থায়ী ঠিকানা ঙ. বর্তমান ঠিকানা চ. জাতীয় পরিচয় পত্রের নাম্বর ছ. জন্ম তারিখ জ. শিক্ষাগত যোগ্যতা ঝ. জাতীয়তা ঞ. অভিজ্ঞতা (যদি থাকে) ট. চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণির কর্মকতা কর্তৃক সত্যায়িত হতে হবে ঠ. নাগরিক সনদ পত্র ও জন্মনিবন্ধন পত্র ড. সাম্প্রতিক তোলা ৩ কপি ছবি ঢ. খামের উপর অবশ্যই পদের নাম থাকতে হবে ণ. আবেদন পত্রের সাথে ১-৪ নং পদের জন্য ৬০০ টাকা এবং ৫-১০ নং পদের জন্য ২০০ টাকার অফেরত য্যেগ্য ব্যাংক ড্রাফট এবং ১১ নং পদের জন্য ১০০ টাকার অফেরত য্যেগ্য ব্যাংক ড্রাফট উত্তরা ব্যাংক লি: এর শাখা হতে মহাপরিচালক, বিকেএসপি এর নিকট জমা দিতে হবে।
৭.নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ কতৃপক্ষের যে কোন সিধান্ত চুড়ান্ত হিসাবে গণ্য করা হবে।
৮.আবেদনের ফরম বিকেএসপি এর ওয়েব সাইট (www.bksp.gov.bd) তে পাওয়া যাবে।
ফরম:
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) |
জেলা | সকল জেলা |
পদ সংখ্যা | ১১ টি |
নিয়োগ সংখ্যা | ৫৩ জন |
চাকুরির ধরণ | সরকারি |
প্রার্থীর বয়স | ১৮-৩০ বছর |
আবেদনের শেষ তারিখ | ৩১ জুলাই ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগ |
ওয়েব সাইট | www.bksp.gov.bd |
আরো তথ্য জানতে TimetoEdu এর সাথেই থাকুন।