You are currently viewing সার্ভেয়ার পদে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সার্ভেয়ার পদে ভূমি মন্ত্রনালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সার্ভেয়ার পদে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সার্ভেয়ার পদে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – ২০২৩

সার্ভেয়ার পদে ভূমি মন্ত্রণালয়ে ২৮১ জন লোক নিয়োগ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে ২৮১ জন লোক নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে। এটি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়াধীন রাজস্ব খাতভুক্ত ব্যাবস্থাপনা বিভাগের অন্তর্ভূক্ত। এটি সার্ভেয়ারের শূণ্য পদ। এই শূন্য পদে মোট লোক নিয়োগ করা হবে ২৮১ জন্য। যাদের বেতন স্কেল ২০১৫ এর ১৪তম গ্রেডভুক্ত। আপনি এই পদে আবেদন করতে আগ্রহী হলে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারেন।

ভূমি মন্ত্রনালয় (Ministry of Land) হল বাংলাদেশের একটি সরকারী মন্ত্রণালয়। এটি ভূমি ও ভূমি সম্পদের ব্যবস্থাপনা, সম্পত্তি পরিচালন, ভূমি বিপণি ও ভূমি বিলম্ব সম্পর্কে প্রশাসন করে। এটি ভূমি সম্পত্তি ও ভূমি সম্পদের মালিকের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে।

ভূমি মন্ত্রনালয়ে প্রশাসনিক কর্তৃক একটি মন্ত্রী নিযুক্ত করা হয়, যার উপর একটি স্থানীয় মন্ত্রণালয় ও একটি স্থানীয় অফিস আছে।

 

বি.দ্র: যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে:  ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, আবেদন করতে পারবে।

তবে এতিম শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবে।

 

প্রতিষ্ঠানের নামভূমি মন্ত্রনালয়
প্রার্থীপুরুষ ও মহিলা উভই
চাকুরির ধরণসরকারি
পদের নামসার্ভেয়ার
জেলাউপরে বি.দ্র: দেখুন
লোক সংখ্যা২৮১ জন
যোগ্যতাসার্ভে ইনস্টিটিউট হতে সার্ভেয়িং ৪বছরের কোর্স সম্পন্ন
বয়স১৮ থেকে ৩০ বছর
আবেদন শুরু০৮/০২/২০২৩ ইং সকাল ১০.০০ঘটিকা হতে
আবেদন শেষ০৯/০৩/২০২৩ ইং বিকেল ৫.০০ঘটিকা পর্যন্ত
আবেদনhttp://minland.teletalk.com.bd/

 

বিস্তারিত:

 

সার্ভেয়ার পদে আবেদন করতে আগ্রহী হলে অনলাইন এর মাধ্যমে যথাযথ আবেদন ফরমটি পুরণ করে 300×300 pixel এর পার্সপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং 300×80 pixel এর স্বাক্ষর যথাযথভাবে আপলোড করতে হবে।

এর পরে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে User ID দিয়ে SMS অফশান থেকে

প্রথমে MINLAND <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MINLAND ABCDEF & Send to 16222.

Reply: Applicant’s Name, Tk. 223 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type MINLAND <space> Yes <space> PIN and send to 16222

দ্বিতীয় SMS: MTNLAND <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MINLAND YES 12345678

Reply: Congratulationst Applicant’s Name, Payment Completed Successfully for MINLAND Application for (post name) User ID is TABCDEF and Password (xxxxxxxx).

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments