You are currently viewing সরদহ সরকারি কলেজে ভর্তি সংক্রান্ত নোটিস

সরদহ সরকারি কলেজে ভর্তি সংক্রান্ত নোটিস

এতো দ্বারা সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, “সরদহ সরকারি কলেজ” এ আগামী ২৬/০৯/২০২৩ তারিখ থেকে ০৫/১০/২০২৩ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে। কলেজের ভর্তির সকল কার্যক্রম অনলাইন এর মাধ্যমে। রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট প্রদান করে অনলাইনে (https://sardahcollege.edu.bd/) আবেদন ফরম পুরন করতে হবে।

নিচে ভর্তি ফি দেওয়া হলো:

বিজ্ঞান বিভোগ২৮৫০/- (রকেট অ্যাকাউন্ট)
মানবিক ও বানিজ্য বিভাগ২৫৫০/- (রকেট অ্যাকাউন্ট)
ফরম১৫০/- (১১৩ নং রুম থেকে গ্রহণ করতে হবে)

 

ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল পেইজে অথবা সরাসরি অফিসে।

 

“সরদহ সরকারি কলেজ” সরদহ ইউনিয়নের চারঘাট উপজেলার রাজশাহীতে অবস্থিত। যার EIIN : 126582. Phone : 0722356027. Email: sardahcollege1972@gmail.com

যেসকল শিক্ষার্থীরা এবার অর্থাৎ ২০২৩ সালে এসএসসি পাশ করেছেন এবং http://xiclassadmission.gov.bd/ ভর্তির জন্য আবেদন করেছেন তাদের মধ্যে যেসকল শিক্ষার্থী “সরদহ সরকারি কলেজ” কলেজে ভর্তি হতে চান তাদের জন্য সুখবর।

http://xiclassadmission.gov.bd HSC 1st শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৬/০৯/২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ০৫/১০/২০২৩ ইং রোজ বৃহ:বার পর্যন্ত।

সরকারি সকল নির্দেশনা মোতাবেক ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

 

আপনাদের যেকোন সমস্যার জন্য সরাসরি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments