You are currently viewing বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৪ টি শূন্য পদে চাকরির  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  যুব ও  ক্রিয়া  মন্ত্রণালয়। অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু  তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০.০০ঘটিকা হতে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১২.০০ঘটিকা পর্যন্ত।

(১) যে সকল শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সকল পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা ও যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন:

 (ক)

(i) পদের নাম কম্পিউটার অপারেটর

(ii) বেতন গ্রেট১৩ সর্বনিম্ন ১১,০০০/- থেকে ২৬,৫৯০/- টাকা পর্যন্ত।

(iii) শূন্য পদের সংখ্যা: ৩ টি (অস্থায়ী)

(iv) শিক্ষাগত যোগ্যতা:

(ক) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং

(খ) কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে standard Aptitude Test -এ উন্নীত হতে হবে

 

(খ)

(i)  পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

(ii)  বেতন: গ্রেড ১৬ সর্বনিম্ন ৯৩০০ – ২২৪৯০/- টাকা পর্যন্ত

(iii)  শূন্য পদের সংখ্যা:  ১টি  (অস্থায়ী)

(iv)   শিক্ষাগত যোগ্যতা:

(ক) যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন  বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি  থাকতে হবে

 

যে সকল জেলা থেকে কম্পিউটার অপারেটর অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন সে সকল জেলা গুলো হল:

ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর এবং কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে

 

(গ)

(i) পদের নাম: অফিস  সহায়ক

(ii) বেতন :গ্রেট-২০ সর্বনিম্ন ৮২৫০-২০০১০/-  টাকা পর্যন্ত

(iii)পদের সংখ্যা : ৩টি  স্থায়ী

(iv) শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

 

(ঘ)

(i) পদের নাম: অফিস সহায়ক

(ii) বেতন: গ্রেট-২০ সর্বনিম্ন ৮২৫০-২০০১০/- টাকা পর্যন্ত

(iii) পদের সংখ্যা: ১টি অস্থায়ী

(iv)শিক্ষাগত যোগ্যতা :কোন স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বার রহমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

 

যে সকল জেলা থেকে অফিস সহায়ক স্থায়ী অস্থায়ী পদে আবেদন করতে পারবেন:

গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, যশোর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, এবং ভোলা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

 

 

 

অনলাইনে আবেদনের নিয়মাবলী

(i) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://moys.teletalk.com.bd/  এই ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন

 

(i)online-এ  আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদান  শুরুর তারিখ ও সময় ০২/০২/ ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা

(ii)online-এ  আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদান   শেষ তারিখ ও সময় ২৬ /০২/ ২০২৩ সকাল ১২.০০ ঘটিকা ।  উক্ত সময়সীমার মধ্যে User ID  প্রাপ্ত প্রার্থীগন online-এ আবেদনপত্র Submit  এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন

(iii)online-এ  আবেদনপত্র  প্রার্থী তার  স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x  প্রস্থ ৮০ pixel)   ও রঙ্গিন ছবি  (দৈর্ঘ্য ৩০০ x  প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও  স্বাক্ষরের সাইজ 80 Kb সর্বোচ্চ হতে হবে

(iv)Online আবেদনপত্র পূরনকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে সেহেতু online-এ  আবেদনপত্র করার Submit এর পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(v) প্রার্থী online এর পুরনকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন

এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপরে Submit সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবিসহ Application Preview দেখা দিবে। নির্ভুলভাবে আবেদন পত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে এখানে প্রার্থীর User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicate’s Copy পাবেন। উক্ত Applicate’s Copy প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicate’s Copy তে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে অর্থাৎ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে ফ্রি প্রদান করবে। ১ ও ২ নং এর জন্য ২০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা এবং ৩ ও ৪ নম্বরের জন্য প্রার্থীর ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা কেটে নেওয়া হবে এই টাকাটি ৭২ ঘণ্টার মধ্যে আপনাকে প্রেরণ করতে হবে।

প্রথম SMS: MOYS <space> User ID লিখে Send করেতে হবে ১৬২২২ নম্বরে।

Example, MOYS ABCDEF to Send to 16222.

Reply Applicant’s Name, tk.223/112 Will be charged as an application fee. Your PIN is 12345678.

To pay the fee Type MOYS <space> Yes <space> PIN and send to 1,6222.

দ্বিতীয় SMS: MOYS<space>YES<space>PIN লিখে Send করেতে হবে ১৬২২২ নম্বরে।

Example: MOYS YES 12345678

Reply: Congratulations Applicant’s Name, Payment Completed Successfully for MOYS Application for (post name) User ID is TABCDEF and Password .

 

আরো তথ্য জানতে TimetoEdu এর সাথেই থাকুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments