You are currently viewing জীববিজ্ঞান মডেল প্রশ্ন ১
জীববিজ্ঞান মডেল প্রশ্ন

জীববিজ্ঞান মডেল প্রশ্ন ১

HSC & Admission Model Question

জীববিজ্ঞান মডেল প্রশ্ন ১

নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। এবং চেষ্টার পরে উত্তর পেতে কমেন্ট করুন।

 

প্রশ্ন:

১. কোনটি ভাজক কোষের বৈশিষ্ট্য নয়?

ক. পাতলা কোষ প্রাচীর           খ. ঘন সাইটোপ্লাজম

গ.  বড় নিউক্লিয়াস               ঘ. বড় কোষ গহ্বর

২. বাস্টতন্ত্র হলো এক প্রকার-

ক. প্যারেনকাইমা                  খ. কোলেনকাইমা

গ. স্ক্লেরেনকাইমা                  ঘ. কোনটিই নয়

৩. কোনটি উদ্ভিদের ভাজক টিস্যুর কাজ নয়?

ক. দৈর্ঘ্য বৃদ্ধি                      খ. ব্যাস বৃদ্ধি

গ. স্থায়ী টিস্যু সৃষ্টি                 ঘ. দৃঢ়তা প্রদান

৪. উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী টিস্যুকে কী বলে?

ক. গ্রাইন্ড মেরিস্টেম              খ. কর্ক ক্যাম্বিয়াম

গ. প্রোক্যাম্বিয়াম                   ঘ. প্রোটোডার্ম

৫. বর্জ্য পদার্থ সমন্বিত কোষকে কী বলা হয়?

ক. ইডিওব্লাস্ট                     খ. সিমপ্লাস্ট

গ. অ্যাপোপ্লাস্ট                   ঘ. ইলায়োপ্লাস্ট

৬. উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি?

ক. জাইলেম                       খ. ক্যাম্বিয়াম

গ. ফ্লোয়েম                        ঘ. গৌণ কলা

৭. ক্ষত নিরাময় ও পুনরুৎপাদনে সাহায্যে করে  নিচের কোন টিস্যু?

ক. প্যারেনকাইমা                  খ. কোলেনকাইমা

গ. স্ক্লেরেনকাইমা                  ঘ. কোনোটিই নয়

৮. কোনটি মুত কোষ?

ক. Parenchyma               খ. Colenchyma

গ. Sclerenchyma           ঘ. কোনোটিই নয়

৯. পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কী বলে?

ক. মেসোফিল                     খ. স্ক্লেরেনকাইমা

গ. ক্লোরনকাইমা                   ঘ. অ্যারেনকাইমা

১০. উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে-

ক. কোলেনকাইমা                 খ. স্ক্লেরেনকাইমা

গ. প্যারেনকাইমা                  ঘ. মেসেনকাইমা

১১. ভাজক কলার সবচেয়ে বাইরের স্তরকে বলে-

ক. প্রোক্যাম্বিয়াম                  খ. প্রোটোডার্ম

গ. ক্যাম্বিয়াম                       ঘ. পেরিসাইকেল

১২.পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?

ক. মাস                            খ. রিব
গ. প্লেট                            ঘ. প্রোটাডার্ম
১৩. যে ভাজক টিস্যুর কোষগুলো একতালে বিভাজিত হয় তাকে কী বলে?

ক. রিব                            খ. পার্শ্বীয়

গ. প্লেট                           ঘ. মাস

১৪. মাস ভাজক টিস্যু কোনটি সুষ্টি করে?

ক. বর্ধিষ্ণিু মুল                     খ. মজ্জা রাশ্মি

গ. পাতা                           ঘ. কটেক্স

১৫. কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়?

ক. মাস                            খ. প্রাইমারি

গ. প্লেট                            ঘ. রিব

১৬. উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

ক. ২                              খ. ৩

গ. ৪                               ঘ. ৫

১৭. কোন টিস্যুর কারণে ত্বক ও পাতা সৃষ্টি হয়?

ক. প্লেট ভাজক টিস্যু              খ. রিব ভাজক টিস্যু

গ. মাস ভাজক টিস্যু               ঘ. পার্শ্বীয় ভাজক টিস্যু

১৮. ক্ষরণকারী টিস্যু কোনটি?

ক. রেজিন                         খ. মোম

গ. মধু                             ঘ. কোনটিই নয়

১৯. সেকেন্ডারি ভাজক টিস্যু কী নামে পরিচিত?

ক. ক্যাম্বিয়াম                      খ. প্রোটডার্ম

গ. প্রোক্যাম্বিয়াম                   ঘ. গ্রাউন্ড মেরিস্টোম

২০. কোনটি হ্যাড্রোসেন্টিক ভাস্কুলার বান্ডল থাকে?

ক. Pteris                        খ. Dracaena

গ. Nymphaea                 ঘ. Cynodon

২১. একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?

ক. মুক্ত সমপার্শ্বীয়                খ. বদ্ধ সমপার্শ্বীয়

গ. সমদ্বিপার্শ্বীয়                    ঘ. কেন্দ্রিক

২২. সংযুক্ত সমদি্‌বপাশ্বীয় ভাস্কুলার বান্ডল সর্বদা কোন ধরনের?

ক. জটিল                          খ. সরল

গ. বদ্ধ                             ঘ. মুক্ত

২৩. উদ্ভিদমূলে কোন ধরনের ভাস্কুললার বান্ডল দেখা যায়?

ক. অবীয়  খ. কেন্দ্রিক  গ. সমদ্বিপার্শ্বীয় ঘ. সমপার্শ্বীয়

২৪. সরিষার রক্ষী কোষে থাকে-

ক. রাইবোসোম                   খ. সাইটোপ্লাজম

গ. মাইটোকন্ড্রিয়া                  ঘ. প্লাজমা

২৫. পেরিডার্মের উপাদান কোনটি?

ক. লেন্টিসেল                      খ. কর্ক ক্যাম্বিয়াম

গ. কর্টেক্স                          ঘ. গৌণ জাইলেম

 

২৬. মেসোফিল কী ধরনের কলা?

ক. পাতার ক্লোরেনকাইমা         খ. কান্ডের ক্লোরেনকাইমা

গ. মূলের ক্লোরেনকাইমা          ঘ. উপরের সবকয়টি?

২৭. কী ধরনের ভাস্কুলার বান্ডের জাইলেম ফ্লোয়েম দ্বারা বেষ্টিত থাকে?

ক. অরীয়                          খ. লেপ্টোসেন্ট্রিক

গ. সমদ্বিপার্শ্বীয়                    ঘ. হ্যাড্রোসেন্টিক

২৮. ক্যাসপেরিয়ান ফিতা থাকে-

ক. কর্টিক্যাল কোষ – এ          খ. সঙ্গী কোষ – এ

গ. এন্ডোডার্মিস – এ             ঘ. ট্রাকিড – এ

২৯. লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কোনটি –

ক. ফার্ন                            খ. ‍পাইন

গ. ড্রাসিনা                         ঘ. ঘাস

৩০. পত্ররন্ধ্র কোন টিস্যুতন্ত্রের অন্তগর্ত?

ক. এপিডার্মাল                     খ. ভাস্কুলার

গ. বহিঃস্টিলীয় গ্রাউন্ড            ঘ. অন্তঃস্টিলীয় গ্রাউন্ড

৩১. উদ্ভিদের কোন টিস্যু সাধারণত ভাইরাস মুক্ত থাকে?

ক. জাইলেম                       খ. ফ্লোয়েম

গ. এপিডার্মিস                     ঘ. এন্ডোডার্মিস

৩২. একবীজপত্রী মূলে অনুপস্থিত-

ক. এক্টোডার্মিস                    খ. পেরিসাইকল

গ. কর্টেক্স                          ঘ. হাইপোডার্মিস

৩৩. উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে?

ক. অবীয়                          খ. সমপার্শ্বীয়

গ. সমদ্বিপার্শ্বীয়                    ঘ. কেন্দ্রিক

৩৪. নিচের কোনটি পেরিসাইকেলের কাজ নয়?

ক. পার্শ্বমূল সৃষ্টি করা             খ. সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করা

গ. খাদ্য সঞ্চয় করা               ঘ. দেহকে দৃঢ়তা দান করা

৩৫. লাউ, কুমড়া ইত্যাদি বিভিন্ন কান্ডের ভাস্কুলার বান্ডল-

ক. সমপার্শ্বীয়                      খ. সমদ্বিপার্শ্বীয়

গ. অরীয়                          ঘ. কেন্দ্রিক

৩৬. মূলের বহিরাবরণকে কী বলে?

ক. এপিডার্মিস                     খ. কিউটিকল

গ. এপিব্লেমা                       ঘ. এপিথেম

৩৭. দ্বিবীজপত্রী উদ্ভিদে কান্ডের ভাস্কলার বান্ডল কী প্রকার?

ক. অরীয়                          খ. বদ্ধ সমদ্বিপার্শ্বীয়

গ. কেন্দ্রিক                        ঘ. মুক্ত সমপার্শ্বীয়

৩৮. কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ?

ক. লাইকোপোডিয়াম              খ. সিলাজিনেলা

গ. রিকসিয়া                       ঘ. ড্রাসিনা

৩৯. ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?

ক. মুক্ত    খ. বদ্ধ   গ. অরীয়    ঘ. কেন্দ্রিক

৪০. প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে?

ক. ত্বক                            খ. শাখা

গ. পাতা                           ঘ. মুকুল

৪১. নিচের কোন উদ্ভিদে হাইডাথোড দেখা যায়?

ক. শসা                            খ. বেগুণ

গ. কচু                             ঘ. মরিচ

৪২. নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয় না?

ক. কর্টেক্স                         খ. ফ্লোয়েম

গ. জাইলেম                       ঘ. ক্যাম্বিয়াম

৪৩. Selaginella উদ্ভিদে নিম্নের কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে?

ক. সমপার্শ্বীয়                      খ. সমদ্বিপার্শ্বীয়

গ. হ্যাড্রোকেন্দ্রিক                  ঘ. লেপ্টোকেন্দ্রিক

৪৪. নিচের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে?

ক. মজ্জা                           খ. অন্তঃত্বক

গ. পরিচক্র                         ঘ. মূলত্বক

৪৫. নিম্নের কোনটিতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে?

ক. প্যালিসেড প্যারেনকাইমা      খ. নিম্নত্বক

গ. ঊর্ধ্বত্বক                        ঘ. স্পঞ্জি প্যারেনকামা

৪৬. জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে?

ক. নিম্নত্বকে                       খ. এপিথেমা

গ. ঊর্ধ্বত্বক                        ঘ. কোলেটার্স

৪৭. হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডামির্স পর্যন্ত অঞ্চলটি কী নামে পরিচিত?

ক. মেসোফিল                     খ. ক্যাসপেরিয়ান

গ. প্রোটোডার্ম                     ঘ. কর্টেক্স

৪৮. কোন স্তরে পিথকোষ বিদ্যমান?

ক. হাইপোডার্মিস                 খ. কর্টেক্স

গ. এন্ডোডার্মিস                    ঘ. পেরিসাইকেল

৪৯. সাধারণত কেন্দ্রিক ভস্কিুলার বান্ডল দেখা যায় কোন উদ্ভিদে?

ক. ব্রায়োফাইট                    খ. আবৃতবীজী

গ. টেরিডোফাইট                  ঘ. নগ্নবীজী

৫০. Lycopodium উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল উপস্থিত?

ক. কেন্দ্রিক                        খ. হ্যাড্রোসেন্ট্রিক

গ. লেপ্টোসেন্ট্রিক                  ঘ. সংযুক্ত

 

আরো তথ্য জানতে TimetoEdu এর সাথেই থাকুন।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Anonna
Anonna
1 year ago

Ans cai